Uses of Tense
Tense এর গঠন Tense Google Drive
Active voice এর গঠন
Passive Voiceএর গঠন
What is Subject and object?
What is Tense?
Tense -কাল Time-সময় Verb-ক্রিয়াTense = ক্রিয়া+সময়
যেমনঃ
1) সে স্কুলে যায়। (বর্তমান সময়)
2) সে স্কুলে যাচ্ছে। (বর্তমান চলন্ত সময়)
3) সে স্কুলে গিয়েছিল। (অতীত সময়)
4) সে স্কুলে যাবে। (ভবিষ্যত সময়)
5) সে স্কুলে গিয়ে। (সময় নেই)
6) সে সকালে স্কুলে। (সময় আছে ক্রিয়া নেই)
আমরা 1,2,3,4 sentence গুলোতে যে ক্রিয়া গুলো দেখি তাতে সময় উল্লেখ আছে।
কিন্তু 5 নংsentence এ ক্রিয়া থাকলেও সময়ের উল্লেখ নেই এবং
6 নং sentence এ সময়ের উল্লেখ থাকলেও ক্রিয়ার উল্লেখ নেই।
1-4নংsentence গুলোতে ক্রিয়ার সাথে সময়ের উল্লেখ আছে এবং তা sentence. কিন্তু
5নংsentence এ ক্রিয়ার সাথে সময় নেই এবং
6নংsentenceএ সময়ের এর সাথে ক্রিয়া নেই।
তাই 5,6নং sentence, tense নয়।
তাহলে আমরা বলতে পারি---
ক্রিয়া সম্পাদনের সময়কে Tense বলে।
Tense প্রধানত তিন প্রকার
1.Present Tense
2.past Tense
3.Future Tense
Tenseসর্বমোট ১২ প্রকার
1.Present Tense
a.Present Indefinite Tense
b.Present Continuous Tense
c.Present Perfect Tense
d.Present perfect continuous Tense
2.Past Tense
a.Past Indefinite Tense
b.Past Continuous Tense
c.Past Perfect Tense
d.Past Perfect Continuous Tense
3.Future Tense
a.Future Indefinite Tense
b.Future Continuous Tense
c.Future Perfect Tense
d.Future Perfect Continuous Tense
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment