Online English Guide

Students Helping Guide,English Grammar Book,Solution to grammatical problem, students' daily problems.

Present Tense

No comments
Present Indefinite Tense (বর্তমান অনির্দিষ্ট সময়)
ইহা দ্বারা বর্তমান সময়ের কোন নির্দিষ্ট সময়কে বুজায় না বরং  অভ্যাস, দৈন্নদিন কর্মকান্ড,  চিরন্তন সত্য ইত্যাদিকে বুজায়।

Structure: Subject + present form of verb / (verb+s/es) + object/ Extension.

1.আমি ভাত খাই।

    I eat rice
2.তারা ফুটবল খেলে।
    They play football
3.সে স্কুলে যায়।
   He goes to school
4.রিনা একটি চিঠি লেখে।
    Rina writes a letter.
5.মামুন বই পড়ে।
    Mamun reads a book.


Present Continuous Tense (বর্তমান চলমান সময়)
 বর্তমানে কোন কাজ হচ্ছে বা চলতেছে এরুপ বুজায়।

Structure: Subject +am/is/are+ verb+ing) + object/ Extension.


1.আমি ভাত খাইতেছি।
    I am eating rice
2.তারা ফুটবল খেলিতেছে।
    They are playing football
3.সে স্কুলে যাইতেছে।
   He is going to school
4.রিনা একটি চিঠি লিখিতেছে।
    Rina is writing a letter.
5.মামুন বই পড়িতেছে।
    Mamun is reading a book.


Present Perfect Tense ( পুরাঘটিত সময়)
  কোন কাজ এইমাত্র শেষ হইয়াছে এরুপ বুজায়।

Structure: Subject +have/has+ verb এর past participle) + object/ Extension.

1.আমি ভাত খেয়েছি
    I have eaten rice
2.তারা ফুটবল খেলেছে।
    They have played football
3.সে স্কুলে গিয়েছে।
   He has gone to school
4.রিনা একটি চিঠি লিখেছে।
    Rina has written a letter.
5.মামুন বই পড়েছে।
    Mamun has read a book.

Present Perfect Continuous Tense (ব্যাপিয়া চলমান সময়)
 পূর্বে শূরু হয়ে  বর্তমান পর্যন্ত কোন কাজ হচ্ছে বা চলতেছে এরুপ বুজায়।

Structure: Subject +have/has+been+ verb+ing) + object/ Extension+since/for +time.
1.আমি  দশ মিনিট ধরে ভাত খাইতেছি।
    I have been eating rice for 10 minutes.
2.তারা দুই ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে।
    They have been playing football for two hours.
3.সে সকাল থেকে হাটিতেছে।
   He has been walking since morning.
4.রিনা আধা ঘন্টা ধরে চিঠি লিখিতেছে।
    Rina has been writing a letter for half an hour.
5.মামুন সকাল দশটা থেকে বই পড়িতেছে।
    Mamun has been reading a book since 10 o'clock in the morning.

Note: কাজটি কখন শুরু হয়েছে তা উল্লেখ থাকলে since অন্যথায় for বসে।


No comments :

Post a Comment