Online English Guide

Students Helping Guide,English Grammar Book,Solution to grammatical problem, students' daily problems.

Past Tense

No comments
Past Indefinite Tense (অতীত অনির্দিষ্ট সময়)
ইহা দ্বারা অতীত কালের অনির্দিষ্ট সময়কে বুজায়।

Structure: Subject + verb এর past form  + object/ Extension.

1.আমি ভাত খেয়েছিলাম।

    I ate rice
2.তারা ফুটবল খেলেছিল।
    They played football
3.সে স্কুলে গিয়েছেল।
   He went to school
4.রিনা একটি চিঠি লিখেছিল।
    Rina wrote a letter.
5.মামুন বই পড়েছিল।
    Mamun read a book.


Past Continuous Tense ( অতীত চলমান সময়)
  অতীতকালে কোন কাজ হচ্ছিল বা চলতেচ্ছিল এরুপ বুজায়।

Structure: Subject +am/is/are+ verb+ing) + object/ Extension.

1.আমি ভাত খাইতেছিলাম।
    I was eating rice
2.তারা ফুটবল খেলিতেছিল।
    They were playing football

3.সে স্কুলে যাইতেছিল।

   He was going to school

4.রিনা একটি চিঠি লিখিতেছিল।
    Rina was writing a letter.
5.মামুন বই পড়িতেছিল।
    Mamun was reading a book.


Past Perfect Tense ( অতীত পুরাঘটিত সময়)
   অতীত কালে সম্পন্ন দুইটি কাজের মধ্যে পূর্বে সম্পন্ন কাজটি past perfect tense বাকীটি past indefinite tense.

Structure: Subject +had+ verb এর past participle) + object/ Extension.

1.আমি ভাত খাওয়ার পরে স্কুলে গিয়েছিলাম
    I went to school after I had eaten rice.
2.তারা  গোসল করার পূর্বে ফুটবল খেলেছিল।
    They had played football before they took bath.
3.সে স্কুলে যাওয়ার পূর্বে নাস্তা খেয়েছিল।
   He had eaten breakfast before he went to school.
4.রিনা একটি চিঠি লেখার পরে আমাকে তা দেখিয়েছিল।
    Rina showed the letter to me after she had written it.
5.মামুন লেখার পূর্বে  পাঠটি পড়েছিল।
    Mamun had read the lesson before he wrote it.

Past Perfect Continuous Tense ()
  নির্দিষ্ট সময় ধরে কোন কাজ হচ্ছিল বা চলতেছিল এরুপ বুজায়।    অথবা


 অতীত কালে সম্পন্ন দুইটি কাজের মধ্যে  একটির পূর্বে আরেকটি চলতেছিল এরুপ বুঝালে চলন্ত কাজটি  past perfect continuous tense বাকীটি past indefinite tense.

Structure: Subject +have/has+been+ verb+ing) + object/ extension+since/for +time.
1.আমি  দশ মিনিট ধরে ভাত খাইতেছিলাম।
    I had been eating rice for 10 minutes.
2.তারা দুই ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল।
    They had been playing football for two hours.
3.সে সকাল থেকে হাটিতেছিল।
   He had been walking since morning.
4.রিনা বাহিরে যাওয়ার পূর্বে চিঠি লিখিতেছিল।
    Rina had been writing a letter before he went out.
5.মামুন লেখার পূর্বে বই পড়িতেছিল।
    Mamun had been reading a book before he wrote.



No comments :

Post a Comment