Online English Guide

Students Helping Guide,English Grammar Book,Solution to grammatical problem, students' daily problems.

Imperative Sentence

No comments
Subject Second person হলে Imperative Sentence এর গঠন।
Active Voice
Structure: (You) + verb এর base form + Object/Extension.
ভাত খাও।--- Eat rice.
দরজাটি খোল।--- Open the door.
আমাকে একটি কলম দাও।---- Give me a pen.
ভিতরে আস।--- Come in.
বইটি পড়।---- Read the book.
তাকে এক কাপ চা দাও।--- Give him a cup of tea.
Passive Voice
Structure: Let + Subject(active voice এর object)+ be + verb এর past participle+ Extension
ভাত খাওয়া হোক।--- Let rice be eaten.
দরজাটি খোলা হোক।--- Let the door be opened.
আমাকে একটি কলম দেয়া হোক।--- Let me be given a pen.
বইটি পড়া হোক।---- Let the book be read.
তাকে এক কাপ চা দেয়া হোক।---- Let him be given a cup of tea.
Subject First/Third person হলে Imperative Sentence এর গঠন।
Active Voice
Structure: Let + Subject এর object form+ verb এর base form + Object.
করিমকে ভাত খেতে দাও।---- Let Karim eat rice.
তাকে দরজাটা খুলতে দাও।--- Let him open the door.
তাকে আমাকে একটি কলম দিতে দাও।--- Let him give me a pen.
বালকটিকে ভিতরে আসতে দাও।--- Let the boy come in.
ছাত্রদেরকে বইটি পড়তে দাও।---- Let the boys read the book.
তাকে অপুকে এক কাপ চা দিতে দাও।--- Let him give Apu a cup of tea.
Passive Voice
Structure: Let + Subject(active voice এর object) + be + verb এর past participle + by/..... +Object
ভাত খাওয়া হোক করিমের দ্বারা।-- Let rice be eaten by Karim.
দরজাটি খোলা হোক তার দ্বারা।--- Let the door be opened by him.
একটি কলম দেয়া আমাকে তার দ্বারা।-- Let me be given a pen by him.
বইটি পড়া হোক বালকদের দ্বারা।--- Let the book be read by the boys.
অপুকে এক কাপ চা দেয়া হোক তার দ্বারা।--- Let Apu be given a cup of tea by him.

No comments :

Post a Comment